শরীয়তপুরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে হত্যা মামলার এক আসামির বস্তাবন্দি লাশ। এ ছাড়া ঢাকার কেরানীগঞ্জ ও ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় পাওয়া গেছে তিনজনের মৃতদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর-
শরীয়তপুর : জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ মাটিচাপা অবস্থায় পাওয়া গেছে। উমরদি মাদবর কান্দি থেকে বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। রাতে পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। স্বজনরা লাশ শনাক্ত করেন। নিহতের ভাবি বলেন, ‘আমার দেবরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ ওসি মাইনুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জ (ঢাকা) : গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে দুপুরে আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইব্রাহিম (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নুরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।