চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ লাখ টাকা তেলের বিল বাকি থাকায় অ্যাম্বুলেন্সসেবা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মুমূর্ষু রোগীসহ প্রসূতিরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তেল বাবদ বকেয়া রয়েছে ১৬ লাখ টাকা। এ কারণে চলতি মাস থেকে পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে বাধ্য হয়ে ১৬ আগস্ট থেকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সসেবা বন্ধ রাখা হয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসাসেবা নেন। সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সমস্যার সমাধান হবে।