মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও উৎসব ভাতার দাবিতে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মাগুরায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল ও ভায়নার মোড়ে মানববন্ধন করেন।
মানববন্ধন বক্তব্য রাখেন এটিএম আনিসুর রহমান, সেলিম হোসেন ও আবুল বাসারসহ অন্যরা।
এ সময় বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। এছাড়া, শিক্ষকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/কেএ