রংপুর নগরীর তাজহাট থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর অভিযানে। বুধবার র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আসামি মো. সামির হোসেন (২০) ভিকটিমের সাথে কৌশলে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এবং ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখায়। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মো. সামির হোসেন ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি যৌথ আভিযানিক দল বুধবার ভোরাতে রংপুর মহানগরীর তাজহাট থানার ঢাকাইয়া টারী গ এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সামির (২০) গ্রেফতার করে পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম