খুলনার ফুলতলা থেকে দেশি তৈরি একটি পিস্তল, পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সোমবার রাতে উপজেলার পয়গ্রাম এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্ত রায় চৌধুরী বলেন, ‘উপজেলার পয়গ্রামে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’