রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাজেদ ম ল (৫৩) ও ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব মনিনুল ইসলাম (৩৪)।
গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় করা মামলায় মাজেদ ও মনিনুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠনো হয়েছে।