ঝিনাইদহের মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নুরুজ্জমান ওরফে জামান (২৫) খুনের অভিযোগ উঠেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নুরুজ্জমান ওই গ্রামের মোজাম উদ্দিনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর বড় ভাই পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মহেশপুর উপজেলার পলিয়নপুর গ্রামের উজ্জ্বল হোসেন (২৭) স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করতেন। গতকাল খাওয়া নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তর্কবির্তক হয়। একপর্যায়ে ছোট ভাই জামান এসে এর প্রতিবাদ করেন। সে সময় উজ্জ্বল কাছে থাকা পেয়ারা কাটা চুরি ছোট ভাইয়ের পেটে ডুকিয়ে দেন। ওসি (তদন্ত) সাজ্জাদুল ইসলাম জানান, ঘাতককে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।