শেরপুর সদর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করেন। শেরপুর সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলহাজ হযরত আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে সাইফুল ইসলামকে। অন্যদিকে, শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান (পিপি) এবং সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ জাফর আলীকে। পৌর বিএনপির যুগ্ম সদস্য সচিবরা হলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, রেজাউল করিম রুমি, এমাদাদুল হক মধু, হাসানুর রেজা জিয়া, নিজাম উদ্দিন, উমর ফারুক রাহাত, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম মিঠু, সাদেক মিয়া, রবিউল আলম সজীব ও ফখরুল ইসলাম।