কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে অবৈধভাবে ভবন নির্মাণকাজ চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, খোকসা শহর-কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্স। দোকানটিতে হার্ডওয়ার পণ্য বিক্রি হয়। দোকানের পেছনেই গড়াই নদী। নদীর তীর ঘেঁষে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। একজন শ্রমিক জানান, ঘরের ভিতরে কয়েক ফিট সরকারি জমি আছে। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, প্রায় দুই মাস ধরে গড়াই নদী ও সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন প্রভাবশালী টুটুল। ভয়ে কেউ প্রতিবাদ করেন না। প্রশাসনও ব্যবস্থা নেয় না। অভিযুক্ত টুটুল বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বড় করার জন্য নতুন ভবন নির্মাণকাজ চলছে। ভবনের পেছনের দিকে কয়েক হাত সরকারি জমি আছে। প্রশাসন ভেঙে দিলে উঠে যাব।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, নদীর তীরবর্তী হলেও স্থানটি খাস খতিয়ানের। বিষয়টি জেলা প্রশাসনের রাজস্ব শাখা দেখভাল করে। ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।