দেশের বিভিন্ন এলাকায় গতকাল ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা : জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে দুপুরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগ এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে দুপুরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।