গাজীপুরের কাপাসিয়া এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় দুজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কাপাসিয়ায় নিহত জাহিদুল ইসলাম জাহিদ (২৭) উপজেলার সনমানিয়া গ্রামের হারিছ উদ্দিন মোল্লার ছেলে। কাপাসিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়ার রাস্তায় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথা ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে জাহিদ মারা যান। ঘটনার পরই জড়িত সন্দেহে গাফফার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার বিকালে ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়েছিল। পারভেজ হাসান আমলাবো এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি পাবনা জেলার সদর থানার সুপচর এলাকায়। বাবার নাম মজিদ সরকার। রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।