নারায়ণগঞ্জ, ভোলা, নড়াইল ও নেত্রকোনায় পৃথক চার হত্যা মামলায় পিতা-পুত্রসহ ১১ জনের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।
নারায়ণগঞ্জ : আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আক্তার হোসেন (৩০), মো. বাদশা (৩৫) ও মো. সাইফুল ইসলাম (৩৭)। ভোলা : চরফ্যাশনে ডাকাত সন্দেহে গণপিটুনিতে জাফর ইমাম স্বপন হত্যা মামলায় পিতা-পুত্রসহ চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চরফ্যাশন চৌকি আদালত, ভোলার বিচারক মো. শওকাত হোসাইন গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-হাফেজ মনির উদ্দীন, তার ছেলে মো. ছাবিত, মোস্তফা জমাদার টুটুল এবং মো. জাভেদ মিয়া। নড়াইল : লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধে মুসা খন্দকারকে হত্যা মামলায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো জাফর খন্দকার, আকরাম মোল্যা ও লাইচ বেগম ওরফে লাইছন।
নেত্রকোনা : নেত্রকোনায় ৮ বছরের সন্তান হত্যা মামলায় মো. এরশাদ মিয়া (৩৬) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. আবদুল জব্বার মুন্সির ছেলে।