দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোছা. ফরিদা পারভীন (৫৯) ও রাজস্ব শাখার হিসাবরক্ষক মো. নুরুল আলমের (৫৬) বিরুদ্ধে ৯৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, ফরিদা পারভীন ও নুরুল আলম কলেজের ২০টি ব্যাংক হিসাব থেকে ভুয়া বিল ভাউচার দেখিয়ে ৯৮ লাখ ১ হাজার ২৫৬ টাকা তুলে আত্মসাৎ করেন। এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ৮ আগস্ট থেকে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দুদকের অনুসন্ধানে টাকা আত্মসাতের সত্যতা পাওয়ায় দিনাজপুর কার্যালয় থেকে প্রতিবেদন দুদক কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর গতকাল খায়রুল বাশার মামলাটি করেন।