পটুয়াখালীতে হাত-পা মুখ বাঁধা ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, জয়পুরহাট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওয়া গেছে পাঁচজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী : জেলায় আলমগীর তালুকদার (৫০) নামে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামে শ্বশুরবাড়িতে নিজের তোলা ঘর থেকে গতকাল লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আলমগীর পাশের জৈনকাঠি ইউনিয়নের কেশবপুর ঠ্যাংগাই গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে। নিহতের ছেলে রিয়াজ জানান, গত মঙ্গলবার থেকে বাবাকে মোবাইল ফোনে পাচ্ছিলাম না। তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ধারণা করছি, সেদিনই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
গোপালগঞ্জ : কোটালীপাড়া উপজেলার তরুর বাজার এলাকার একটি রাস্তার নিচে ঝোপঝাড় থেকে গতকাল অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গা উপজেলার দীঘলকান্দা গ্রামের খালাসি বাড়ির পুকুর থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার উপ- পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লাশের পরনে গোলাপি রঙের সোয়েটার ও হলুদ সালোয়ার রয়েছে।
জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে পুকুরে মাছ ধরতে নেমে লাশ হয়ে ফিরেছেন মনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক। উপজেলার পুনট পূর্বপাড়া সরিষা পুকুর থেকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে। নিহত মনোয়ার হোসেন পুনট পূর্বপাড়ার আফতাব আলীর ছেলে। ওসি জাহিদ হোসেন বলেন, লাশের কপালে হালকা কাটা চিহ্ন রয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ছাড়া উপজেলার খৈসাইর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।