দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার রামপুর ইউনিয়নের শেখ বাজার মোড়ে সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অনুফা খাতুন (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন পুরুষ।
কুমিল্লা : দাউদকান্দির পটিয়ায় ট্রাক এবং কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজন মারা গেছেন। তারা হলেন- কাভার্ড ভ্যানচালক বেলাল হোসেন (৩০) ও ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)।
সিলেট : বাসচাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক যুবকের। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমদ (৩৬) মোগলাবাজার থানার ইনাতআলীপুর গ্রামের আঞ্জব আলীর ছেলে।
শেরপুর : নকলায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় গতকাল ঘটনাটি ঘটে। নিহত শিরিনা বেগম (৩৮) রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
বগুড়া : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অমল চন্দ্র দাস (৫৫) গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় সকালে বাসচাপায় রুমা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে মৃত্যু হয়েছে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুসের।
ভাঙ্গা : ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহুল কুমার (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওষুধ কোম্পানি ওরিয়ন ফার্মার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।