টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- শাকিল ভূঁইয়া, বান্টু বাসফোর ও মো. পাপ্পু মিয়া। গতকাল উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া ও খামারপাড়ায় পৃথক অভিযানে তাদের ধরার পর এ দণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এর মধ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে শাকিল ভূঁইয়াকে (৪৫) চার মাসের কারাদণ্ড দেন বিচারক। মাদক সেবন ও মাতলামি করার অপরাধে বান্টু বাসফোরকে পনের দিনের কারাদণ্ড ও মো. পাপ্পু মিয়াকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।