রাজবাড়ীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সহায়তা দেওয়া হয়। আন্দোলনে তিনজন শহীদ পরিবারের সদস্য ও আহত ১২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্ব করেন।