মৌলভীবাজারের কুলাউড়ায় নিলামযোগ্য সরকারি বালু চুরির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন উপজেলার হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মতিউর রহমান। মামলায় অভিযুক্ত হলেন- তারেক আহমদ, জুনাব আলী ও সাবলু মিয়া।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, সরকারি বালু চুরির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।