প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের আয়োজনে করে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বধির সংঘের সভাপতি রাসেল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বধির সংঘের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত বসাক, সহ-সভাপতি শাহিন মিয়া, সদস্য ফয়সাল মিয়াসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বধির সংঘ এর সাধারণ সম্পাদক মোঃ জামালের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের প্রায় দেড় কোটি প্রতিবন্ধী নাগরিক ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের জন্য কোটাভিত্তিক চাকরি নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়তার দাবি তোলা হয়। এছাড়াও ৭দফা দাবি বাস্তবায়নের প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
বিডি প্রতিদিন/এএম