রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। পারস্পরিক সৌহার্দতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা তাদের। শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন- একটি নিরাপদ, সৌহার্দপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা ও সমর্থন আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ ও অংশগ্রহণের প্রতীক। যারা ভোট দিয়েছেন কিংবা দেননি- সবার প্রতিই কৃতজ্ঞতা। গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।’ নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে জাহিন বিশ্বাস এষা বলেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। সবার এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’ রাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজার ৩৯৭টি ভোট পেয়েছেন নূর উদ্দিন আবীর। আর এজিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ব্যবধানে হেরেছেন জাহিন বিশ্বাস এষা।