ঠাকুরগাঁওয়ে মোস্তাকিমা আক্তার রিফা নামের এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের টিএফসি চাইনিস রেস্টুরেন্টে শুভসংঘ জেলা শাখার আয়োজনে ওই প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার বিতরণ করা হয়। মোস্তাকিতা আক্তার রিফা বেগুনবাড়ী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের মেয়ে। শিশুটি জন্মের পর থেকেই প্রতিবন্ধী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, জেলা কমিটির সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম, কালের কণ্ঠ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি পার্থ সারথী দাসসহ শুভসংঘের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, শুভসংঘের এমন সেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। শুভসংঘের এমন সেবামূলক কাজে সর্বদা আমার সহযোগিতা থাকবে।