খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় রঙের ঠিকাদার। গতকাল রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে তিন যুবক ঘরে ঢুকে টগরকে ছুরিকাঘাত করে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক হত্যার কারণ জানা যায়নি।