ভালো বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাচার করে নির্যাতনের দায়ে এক ওমানপ্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডিত ওমানপ্রবাসী মো. ইকবাল হোসেন হাওলাদার (৪২) বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মনজুর রহমানের ছেলে।