জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকে আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার ছড়াচ্ছে। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলনকে যদি গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরও চার বছর অপেক্ষা করতেন। গতকাল দুপুরে জামালপুরে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে গিয়েছিলাম, তাই আমরা অবশ্যই নির্বাচন চাই, ভোটাধিকার নিশ্চিত করতে চাই, আমরা মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই।
কিন্তু আমরা বলেছি, শুধু ভোটের মাধ্যমে, এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার-আমার জীবনের পরিবর্তন হবে যদি শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থার সংস্কার হয়, যদি আমরা প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি, যদি আমরা এমন একটি সংসদ তৈরি করতে পারি, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। শুধু একজন প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের চেয়ে আমরা বেশি চাচ্ছি।