সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল ও আগের দিন বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানান, দুই দিনে ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা সীমান্ত ফাঁড়ির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, প্রসাধনীসামগ্রী, গরু, সুপারি, টায়ার, টম্যাটো ও চিনি জব্দ করে। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করা হয়েছে।