চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গতকাল এ সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কুমিল্লা বোর্ডের গত ১০ জুলাইয়ে স্থগিত করা পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। ২২ জুলাইয়ের স্থগিত করা রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা ১৭ আগস্ট এবং আজ ২৪ জুলাইয়ের স্থগিতকৃত অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র স্থগিত পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার গোপালগঞ্জ জেলার গত ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট। এদিন ভূগোল দ্বিতীয় পত্র সকালে এবং বিকালে (দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত, আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, গত ১০ জুলাইয়ের স্থগিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের স্থগিত বালাগাত ও মানতিক, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, তাজবিদ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। আর গোপালগঞ্জ জেলার গত ১৫ জুলাইয়ের স্থগিত আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।