শিল্পে আর বিনামূল্যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে শিগগিরই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় ‘শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা’ খসড়া প্রস্তুত করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘পানি পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহার : জাতীয় জোটের যাত্রা’ শীর্ষক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা বলেন, পানি সীমাহীন নয়। এখন ভূগর্ভস্থ পানিকে করপোরেট সেক্টর ফ্রি রিসোর্স হিসেবে নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই যুগে বিনা মূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন চলতে পারে না। নীতিমালা চূড়ান্ত হলে শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পথ বন্ধ হবে। এ ছাড়া পানির পুনর্ব্যবহারে জোর দেওয়া হবে। নদীতে শিল্পের রাসায়নিক মেশানো বিষাক্ত পানি নিষ্কাশন করা যাবে না। কনফারেন্সে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংস্থার প্রধানগণ, সরকারি সংস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি খাত, টেক্সটাইল ও চামড়া কারখানা, ২০টিরও অধিক ফ্যাশন ব্র্যান্ড, বর্জ্য পানি পরিশোধন প্রযুক্তি সরবরাহকারী কোম্পানি, নাগরিক সংগঠন, শিক্ষাবিদ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন।