বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে যশোরে বিমান বাহিনী প্যারেড গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে তিনি গ্রাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। এবারের কোর্সে একজন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। সে কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও দক্ষ ও যুগোপযোগী করা হয়েছে’। ৮৬তম এ বাফা কোর্সে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ পেয়েছেন অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম।