নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী এই রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তা ওপর হামলারও ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি আদালতের ভিতরে গিয়ে আশ্রয় নেন। একই সময়ে অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া আদালতের ভিতরে গিয়ে বিচারকের কাছে আশ্রয় প্রার্থনা করেন। বিচারক কোর্ট পুলিশ পরিদর্শককে ডেকে আবদুল বারী ভূঁইয়াকে নিরাপত্তা দিয়ে তার চেম্বারে পৌঁছে দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, আদালতের নির্দেশে অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াকে তার চেম্বারে পৌঁছে দিয়েছেন পুলিশ সদস্যরা। আর আদালতের শুনানি শেষে কী হয়েছে সেটা আমার জানা নেই।