নাসা যাচ্ছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তারা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের খালিদ সাকিব, আবদুল মালেক, সাখাওয়াত হোসেন, ফাহমিদা আক্তার ও মো. আতিক। এই পাঁচ শিক্ষার্থীর দল ‘টিম ভয়েজার্স’ নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৩ প্রতিযোগিতায় ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ওই সফলতার জন্য নাসার পক্ষ থেকে এ আমন্ত্রণ। আগামী ৪ জুন তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টার জি গ্লোবাল উইনার্স সেলিব্রেশনে অংশ নেবেন।
সিএসই বিভাগের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, টিম ভয়েজার্সের সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এমন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সত্যিই গর্বের। নাসা আমাদের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সফরে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবে, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে মতবিনিময় করবে। এটা তাদের আরও বড় হওয়ার স্বপ্ন দেখাবে।
উল্লেখ্য, টিম ভয়েজার্স ‘এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার’ নামের চ্যালেঞ্জে ‘অ্যাকুয়া এক্সপ্লোরার’ নামের প্রজেক্ট উপস্থাপন করেছিল। এর মূল লক্ষ্য ছিল বিশ্বের পানি প্রবাহের পথ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির মতো মহামূল্যবান সম্পদে কী ধরনের প্রভাব পড়ছে তা স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সহজভাবে ইন্টারেক্টিভ গেম ও স্টোরিটেলিংয়ের মাধ্যমে বোঝানো।
শিক্ষার্থীদের শেখানোর উপযোগী একটি চমৎকার ডিজিটাল মাধ্যমে তারা তুলে ধরেন, বিশ্বে যেখানে ৩৭০ কোয়িন্টিলিয়ন গ্যালন পানি আছে, সেখানে মাত্র ০.০১ শতাংশ পানি নিরাপদ ও ব্যবহারযোগ্য। কীভাবে পানি পৃথিবীর বায়ুমন্ডল, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত সেটিও তুলে ধরা হয়।