প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যন ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ৪৮ বছরেও ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার জন্য অন্যায়ভাবে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য দেন দলের মহাসচিব আহমেদুর রহমান, কেন্দ্রীয় নেতা টি এম কামরুল হাসান হৃদয়, জিয়াউর রহমান হীরা, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। ভারতীয় আগ্রাসন গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায় ও সীমান্তে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান লিটন।