রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এ সময় আন্দোলনকারীরা স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি-সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন
তুলে ধরেন।
বেলা ১টার দিকে কর্মসূচি শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দাবির মধ্যে ছিল সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার।
নন্দনগাছীর পার্শ্ববর্তী সরদহ রেলস্টেশনের মাস্টার ইকবাল হোসেন বলেন, অবরোধের কারণে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা থেমে ছিল। এ ছাড়া কপোতাক্ষ এক্সপ্রেস ও মেইল ট্রেনটি ১৫ মিনিট দেরিতে গেছে। বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে রেল কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন।