গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ সুইটি বেগম (২২) নামে এক নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। সুইটি নীলফামারীর ডোমার উপজেলার বাবলু ইসলামের মেয়ে। সুইটি বেগমের ছোট বোন তাসকিয়া (১৯) মৃত্যুর সঙ্গে লড়ছে। তিনি জানান, রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারী ইপিজেডের পাশর্^বর্তী একটি মেসে থেকে ইপিজেডে চাকরি করতেন দুধ বোন সুইটি বেগম ও তাসকিয়া। সকালে রান্না করার সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়।