নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে একদল আইনজীবীর মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত হাফেজ মো. সোলাইমান (১৯) হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য এদিন তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল। এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপন্থি আইনজীবীরা আনিসুল হকের ফাঁসি চেয়ে সেøাগান দেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশমুখে তাকে কিল-ঘুষি দেন তারা। এ সময় আনিসুল হকের মাথায় হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাবেক এ আইনমন্ত্রীকে নিয়ে দৌঁড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং একইভাবে তাকে দ্রুততার সঙ্গে প্রিজন ভ্যানে তোলেন। সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে এজলাসের প্রবেশমুখে আনিসুল হককে কিল-ঘুষি মারতে দেখা যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আদালত পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন। দ্রুত দৌড়ে তাকে প্রিজন ভ্যানে তুলে দেন।