আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র জানিয়েছে, উপাচার্যসহ সব বিভাগীয় প্রধান ও সব অনুষদের ডিন তাদের একাডেমিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
এর আগে গতকাল উপাচার্য অধ্যাপক আবুল কাসেম মিয়া ও সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘একাধিক শিক্ষার্থীর সঙ্গে চরম অমানবিক আচরণ করেছেন সিএসই বিভাগের প্রধান নুরুল হুদা। শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণসহ বিভিন্ন সমস্যার প্রতিকারের দাবিতে বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। কোনো ব্যবস্থা না নিতে পারার দায় উপাচার্য কোনোভাবেই এড়াতে পারেন না। এজন্য তারও পদত্যাগ চাই। তারা ক্যাম্পাসে ইন্টারনেট বন্ধ করে পুলিশ এনে ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের পাঁয়তারা করছে।’