সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই বা তার আগে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচন নিয়ে অযথা কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন উঠবে জানিয়ে সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে পারবেন। আইসিটি ট্রাইব্যুনালে বিচারের কাজ চলছে। বাকি থাকে প্রশাসনের প্রস্তুতি। সরকার যদি পরিষ্কার অবস্থান নেয়, তাহলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমগ্র প্রশাসন ঢেলে সাজানো সম্ভব। সুতরাং অপ্রয়োজনীয় সময় নেওয়ার কোনো সুযোগ নেই।
ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, নির্বাচন কমিশন ডিসেম্বরকে লক্ষ্য ধরে প্রস্তুতি অব্যাহত রেখেছে বলে আমরা জেনেছি। তারা যদি স্বল্প সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করতে পারে, তবেই সরকার ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাবে মানুষ।