বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়েছে। কাউকে উপদেষ্টা বা কাউকে বিশেষ সহকারীর পদে পুনর্বাসন করা হচ্ছে। গতকাল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। হলুদিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, কেন্দ্রীয় তাঁতী দলের নেতা মো. আশিক, মুন্সিগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ড. আসাদুজ্জামান রিপন বলেন, যারা শেখ হাসিনার দুর্নীতির সহযোগী ও গণতন্ত্রের প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং শেখ হাসিনাকে স্বৈরাচারী পদক্ষেপ নিতে উৎসাহিত করতেন তারাই ড. ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হচ্ছেন।