পুরান ঢাকার চকবাজারে আবদুল্লাহ (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি চকবাজার ইসলামবাগ বড় মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্রথমে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আবদুল্লাহর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুমিরা গ্রামে। চকবাজার পূর্ব ইসলামবাগ বিসমিল্লাহ হোটেলের পাশে একটি বাড়ির চারতলায় ভাড়া থাকত। ঢামেকে আবদুল্লাহর বাবা আবদুর রহমান বলেন, আবদুল্লাহ দুপুরে মাদরাসা থেকে বাসায় এসে তার মাকে জানায়- ‘আমি ঈদে সালামির জমানো টাকা গুনবো, তুমি রুমে আসো না।’ তার মা জানায়- ‘আমার সামনে টাকা গুনলে সমস্যা কী?’ পরে তার মা বলে আচ্ছা ঠিক আছে।
অনেকক্ষণ হয়ে গেলে সে দরজা না খোলায় তার মা ডাকাডাকি করে। দরজা না খোলায় দরজার ফাঁক দিয়ে দেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আবদুল্লাহ ঝুলে আছে। প্লাস্টিকের দরজা হওয়ায়, সঙ্গে সঙ্গে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ওই মাদরাসা শিক্ষার্থীর লাশ জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে জানানো হয়েছে।