ঝালকাঠির কাঁঠালিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ঐতিহ্যবাহী আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ফারুক হোসেন খান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি সাকিবুজ্জামান সবুর। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্যামলী রানী বিশ্বাস, বিনয় কৃষ্ণ হাওলাদার, দশম শ্রেণির শিক্ষার্থী আরিশা মেহজাবিন ও একই শ্রেণির তীর্থ রায় প্রমুখ।
বক্তারা বাংলাদেশে শিশু মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া। প্রতি বছর অসংখ্য শিশু মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হয়ে আসছে, যা দেশের জনস্বাস্থ্য খাতে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে যখন নদীনালা, খালবিল, পুকুর ও ডোবা পানিতে থইথই করে, তখন পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কর্মশালায় সচেতনতার মাধ্যমে শিশু মৃত্যুর হার কমাতে ব্যাপক আলোচনা করেন। তারা বলেন, বেশির ভাগ শিশুরা খেলতে খেলতে পুকুর, ডোবা, খালের পানিতে ডুবে মারা যায়। অভিভাবকরা যদি নজর না রাখেন তাহলে এ দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় লাগে না। শিশুর বয়স ৫ বছর হলেই তাদের সাঁতার শেখানো উচিত।