ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে ইউনাইটেড হাসপাতালের ১২ কোটি টাকার শেয়ার আত্মসাতের অভিযোগ উঠেছে। ফরিদুর রহমান খান নামে হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাদী হয়ে আদালতে মামলা করেছেন। আসামি হলেন ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, পরিচালক মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ, মোস্তাফিজুর রহমান। মামলাটি তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপুলিশ পরিদর্শক আবদুল মোত্তালেব হোসেন। সংশ্লিষ্ট মামলা সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, আসামি হাসান মাহমুদ রাজা চার বছর ধরে আত্মসাৎ করা এ শেয়ারের লভ্যাংশও হাতিয়ে নিচ্ছেন। পরিকল্পিতভাবে ওই শেয়ারের মালিক ও মামলার বাদী ফরিদুর রহমান খানকে হাসপাতাল থেকেও বের করে দিয়েছেন। ফরিদুর রহমান খান ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।