সপ্তাহের প্রথমদিনে ঢালাও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৭০টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৩১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৪০ কোটি ১৬ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬ লাখ টাকার। ১০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক কমেছে ৩৮ পয়েন্ট।