বগুড়ার ধাওয়াপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে সোনাতলার একটি চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন বগুড়া সদর উপজেলার নারুলী দক্ষিণপাড়ার মৃত নুর আলমের ছেলে জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়ার আমিনুল হকের ছেলে নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়ার আলম প্রামাণিকের ছেলে রাব্বি হোসেন (২০)। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। ওই সময় একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে।
পুলিশ রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।