লালনের সুরে ভিজল রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমি। সাঁইজির ভাব বাণীর অমিয় সুধায় ভিন্ন এক ভালো লাগার জগতে হারিয়ে যায় লালনপ্রেমীরা। বাউল গানের নিয়মিত আসর সাধুমেলা। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামের এ আসর গতকাল রাতে একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয়। সমবেত কণ্ঠে লালনের ‘ভক্তিমূলক গান’ পরিবেশনের মধ্য দিয়েই আয়োজনের পর্দা ওঠে। গান পরিবেশন করেন মেহেরুন নেসা পূর্ণিমা, দিপা মন্ডল, শ্রীকৃষ্ণ গোপাল, ওমর আলী, আকলিমা ফকিরানী, লাভলী শেখ, ফারজানা আফরিন ইভা প্রমুখ।
পরিবেশন করেন ‘আমায় রাখিলেন সেই কূপজল করে’, মো. মুক্তার হোসেনের কণ্ঠে গীত হয় ‘মন তোর এমন জনম আর কি হবে রে’, মনিরুল ইসলামের কণ্ঠে গীত হয় ‘কোথায় সে অটল রূপে বারাম দেয়’, আবু শাহীন খান পরিবেশন করেন ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’। এতে এককভাবে আরও সংগীত পরিবেশন করেন ফকির শামসুল শাই, শেখ জামাল উদ্দিন টুন টুন, আবদুল লতিফ শাহ, মো. মিরাজ সিকদার, মো. সমির হোসেন, মোসাম্মৎ লিনা খাতুন প্রমুখ। সমবেত কণ্ঠে লালনের জনপ্রিয় ‘মিলন গান’-এর পরিবেশনার মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘটে।