ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি শেষে গতকাল থেকে খুলেছে সব সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। তবে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও কয়েকদিন পর। রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ফিরছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
গতকাল ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদ আনন্দে মেতে থাকতে দেখা যায়। অফিসে আসার পর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। আগামী দু-তিন দিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈদের আগে গত ২৭ মার্চ ছিল অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পরদিন থেকে শুরু হয় টানা নয় দিনের ছুটি। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে শনিবার অনেকেই ঢাকায় ফেরেন। কেউ কেউ গতকাল ভোরে ঢাকায় ফিরে অফিস করেছেন। এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।