মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ১২টি মোটরসাইকেল নিয়ে একদল তরুণ বাসটিকে ৪০ কিলোমিটার পথ ধাওয়া করে। ধাওয়া করা সেসব মোটরসাইকেল আরোহীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বাসচালক এবং ক্ষতিগ্রস্ত হয় বাসটি। গুরুতর আহত একুশে পরিবহনের বাসচালক মো. সোহেল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক ডা. রাজিব আহম্মেদ চৌধুরী বলেছেন তার মুখের দুই চোয়ালের দাঁত ভেঙে গেছে এবং অনেক স্থানে সেলাই দেওয়া হয়েছে। এদিকে পুলিশ বলছে, বাস কাউন্টারের ম্যানেজার ও হেলপারের দ্বন্দ্বের কারণে বাসকে ধাওয়া করা হয়েছে। একদল তরুণ বাসটির চালকের ওপর হামলা চালিয়েছে বলে জেনেছে তারা। নোয়াখালীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, বাসের মালিক মামলা দিতে চাইলে মামলা নেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবার রাতে একুশে পরিবহনের যাত্রীবাহী ওই বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল।
কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে ৮ থেকে ১২টি মোটরসাইকেলে করে একদল তরুণ বাসটির অনুসরণ ও ধাওয়া শুরু করেন। প্রায় ৪০ কিলোমিটার বাসটিকে ধাওয়া করেন তারা।