জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান কাজী ছাব্বীর। তিনি বলেন, আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট লুটেরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে দেশের নিবন্ধিত এবং অনিবন্ধিত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের গাজীপুর মহানগর শাখা আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন এনসিবির মহাসচিব ইকবাল হাসান স্বপন, কেন্দ্রীয় নেতা জি এস এম সেলিম রেজা, আবুল বাশার, হুমায়ুন কবির খন্দকার, ফিরোজ আহমেদ স্বপন, সানজিদা রসুল, অধ্যাপক রফিকুল আলম, সিরাজুল হক খোকা, মাহবুবুর রহমান নেছার, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।