চট্টগ্রামের বইমেলা শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। কিন্তু এই ২১ দিনে আশানুরূপ বই বিকিকিনি হয়নি। তবে চট্টগ্রামের প্রকাশকদের দৃষ্টি এখন বইমেলার শেষ সপ্তাহের দিকে। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বইমেলা। চট্টগ্রামে মোট ৭৩টি প্রকাশনী সংস্থা আছে।
নগরের জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় এ বইমেলা হচ্ছে।
জানা যায়, প্রতিদিন সন্ধ্যা নামলেই পাঠক-দর্শ্বকের ঢল নামে। কিন্তু দর্শ্বকের তুলনায় বই বিক্রি অনেক কম। প্রকাশকরা মনে করেন, মাত্র ১০ শতাংশ পাঠক বই কিনছেন। মেলায় গতকাল ২১ ফেব্রুয়ারির পাঠক-দর্শ্বকের ঢল নামে। এবার চট্টগ্রামের ৭৩টি প্রকাশনী সংস্থা থেকে বিষয়-বৈচিত্র্যের প্রায় ৪ হাজার নতুন বই বের হয়েছে। প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। প্রায় ১ লাখ বর্গফুটের মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার ৪৪টি। অতীতে চট্টগ্রামের বইমেলা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হলেও এবার ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল।
প্রকাশনা সংস্থা শিশু প্রকাশের স্বত্বাধিকারী আরিফ রায়হান বলেন, আমাদের প্রকাশনী থেকে মোট ৩৫টি বই বের হয়। সবগুলো বই মেলায় আনা হয়েছে। দর্শ্বক অনুপাতে বিক্রি কম। আশা করছি, বাকি দিনগুলোতে আশানুরূপ বই বিক্রি হবে।