রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গতকাল রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহতদের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত জেলার ১৭২ জনকে ১ লাখ টাকা করে ১ কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারা দেশে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে এ ফাউন্ডেশন।