বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২০০১ সালের এক সমাবেশে বোমা হামলার ২৪তম বার্ষিকীতে গণতন্ত্র, ব্যবস্থা বদল ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। গতকাল পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এ কথা বলেন তারা। ওই বছরের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলায় নিহত হিমাংশ, মজিদ, হাশেম, মোক্তার, বিপ্রদাস স্মরণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।এ সময় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হত্যা, হামলা, মামলা করে বামপন্থিদের নীতিনিষ্ঠ অবস্থান থেকে বিচ্যুত করা যাবে না। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।
২০ জানুয়ারি শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), উদীচী, বাংলাদেশের কৃষক সমিতি, বাংলাদেশের ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সাপ্তাহিক একতা, হকার্স ইউনিয়ন, গৃহকর্মী শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায়।