গত ২৪ এপ্রিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ সেখানে ফিজিওথেরাপিস্টের কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি।
এর প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ফিজিওথেরাপিস্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবিতে মঙ্গলবার (১৩ মে) মানববন্ধন করে বাংলাদেশ ফিজিক্যালথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ)। তাদের আহ্বানে এতে অংশ নেয় বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু) ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সংগঠনের সহ-সভাপতি ডা. সফিউল্লাহ প্রধানিয়্যা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি। বিশ্বব্যাপী এই চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ বাংলাদেশেও দীর্ঘমেয়াদি ব্যথা, পঙ্গুত্ব, প্রতিবন্ধী রোগীদের সংখ্যা অনেক। কিন্তু স্বাস্থ্য সেক্টরে এক ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থার সৃষ্টি হয়েছে। তারা সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ হতে দিচ্ছে না। কেওয়াক এবং ব্যবসায়ীদের দখলে চলে গেছে এই চিকিৎসা ব্যবস্থা। ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা বা রোগীরা। অনতিবিলম্বে এ ধরণের ফ্যাসিবাদী ব্যবস্থার শেকড় উপড়ে ফেলতে হবে।
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়নের (বাপসু) সভাপতি মো. আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পর আবার ফিজিওথেরাপির উপর পাঁচ বছর মেয়াদি পড়ালেখা করে ফিজিওথেরাপিস্ট হয়। সেখানে অদৃশ্য এক বাধায় আমাদের সরকারি হাসপাতালে কোনো বিভাগ নেই।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতায় ফিজিওথেরাপিস্টের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। বিজ্ঞানসহ উচ্চ মাধ্যমিক ও বাস্তব অভিজ্ঞতা দিয়েই যদি ফিজিওথেরাপি হওয়া যেত, তাহলে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে ভর্তি হয়ে পাঁচ বছর তো পড়ার দরকার হতো না। অনতিবিলম্বে এ ধরনের ঘৃণ্য নিয়োগ বিজ্ঞাপন সংশোধনের দাবি জানাচ্ছি, অন্যথায় ছাত্রসমাজ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন চৌধুরী। মানববন্ধনের পর বিপিএ এর সভাপতি ডা. মুহাম্মদ তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় মানসিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ফিজিওথেরাপিস্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবিতে স্মারকলিপি দেন।
বিডি প্রতিদিন/নাজিম